ন্যাভিগেশন মেনু

সিনোফার্মের ১৭ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে


বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের আওতায় চিনের সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টিকা বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান তথ্য নিশ্চিত করেছেন।

বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় ১৭ লাখ টিকা নিয়ে ফ্লাইটটি রওয়ানা দেয়। ঢাকায় চিনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

এর আগে, গত ২৯ জুলাই বাণিজ্যিকভাবে সিনোফার্মের কাছ থেকে কেনা ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়।

এর আগে চিনের উপহার হিসেবে গত ১২ মে পাঁচ লাখ ডোজ ও ১৩ জুন ছয় লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন দেশে এসে পৌঁছায়।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে করোনা প্রতিরোধে চীনের পক্ষ থেকে ভ্যাকসিন সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি।

গতকাল স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘৯-১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ করোনার টিকা আসবে। চিন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে, তারা আরও ১০ লাখ টিকা আমাদের উপহার হিসেবে দেবে। সবমিলিয়ে ৫৪ লাখ টিকা আগামী ১৫ তারিখের মধ্যে আমরা পেয়ে যাবো। এতে আমাদের টিকাদান কার্যক্রমের গতি অব্যাহত রাখতে পারবো।’

স্বাস্থ্যমন্ত্রী আও বলেন, ‘চিন সেপ্টেম্বরে ১০-১৫ মিলিয়ন টিকা, অক্টোবরে ২৩ মিলিয়ন ও নভেম্বরে ২৩ মিলিয়ন টিকা পাঠাবে। পাশাপাশি কোভ্যাক্সের টিকা আসবে। ফাইজারের টিকাও পাওয়ার কথা ছয় মিলিয়ন। আরও যদি টিকা দেয়, পাবো। আমরা আশা রাখি, ভারতের কাছে যে টিকা রয়ে গেছে তাও পাবো।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিন থেকে ৬ কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে এখন শুধু অর্থ ছাড়ের অপেক্ষায় যা অক্টোবর নাগাদ পাওয়া শুরু হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর পর্যন্ত দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ করোনার টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।

এমআইআর/ওআ/