ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে চট্টগ্রাম


বেক্সিমকো ঢাকার দেয়া ১১৬ রানের মামুলি লক্ষ্য নিতান্তই অনায়াসে ছুড়ে ম্যাচ জিতেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এর ফলে ৭ উইকেটে ম্যাচ জিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করলো গাজী গ্রুপ চট্টগ্রাম।

১৮ ডিসেম্বর জেমকন খুলনার বিপক্ষে ফাইনালে লড়বে গাজী গ্রুপ চট্টগ্রাম।

আজকের ম্যাচে মুলত দলের ব্যাটসম্যানদের ব্যর্থতাই ডুবিয়েছে ঢাকাকে। ঢাকার ইনিংসে কোন ব্যাটসম্যানকেই আজ আত্মবিশ্বাসী মনে হয়নি। মিডলঅর্ডারে ঢাকার তিন ব্যাটসম্যান উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। শুরুর এবং মাঝের ব্যাটসম্যানদের ব্যর্থতার ভারে শেষের ব্যাটসম্যানরাও ধসে পড়ে।

রান তাড়ায় নামা চট্টগ্রামের সফল ওপেনিং জুটি লিটন দাস ও সৌম্য সরকার যোগ করেন ৭ ওভারে ৪৪ রান। সৌম্য সরকার ২৩ বলে ২৭ রান করে রান আউট হন। লিটন দাসের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে অধিনায়ক মোহাম্মদ মিথুন ম্যাচ জয়ের বাকি কাজটা সেরে ফেলেন। ৪৯ বলে ৪০ রান করে লিটন ও দলের অধিনায়কের ৩৫ বলে ৩৪ রানের সুবাদে অনায়াসে ফাইনালে টিকিট পায় চট্টগ্রাম।

এমআইআর/ওআ