ন্যাভিগেশন মেনু

সিরাজগঞ্জে একদিনে ৪ বাল্যবিয়ে বন্ধ


সিরাজগঞ্জে এক দিনে চারটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।গোপন সূত্রে  খবর পেয়ে পৃথক ভাবে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করে তাঁরা।

এসব বিয়ের আয়োজন করায় বর ও কনের অভিভাবকদের জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা ।

আরো পড়ুনঃ

স্বামীর ঘরে যেতে কনেকে আগে বিয়ে করতে হয় ননদকে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা গ্রামের একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন আঁখি (১৬), সন্ধ্যায় পৌর এলাকার কোবদাসপাড়ায় একাদশ শ্রেণির ছাত্রী হাসি খাতুন (১৬), রাত ৮টায় খোকশাবাড়ী  ইউনিয়নের শৈলাবাড়ী গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী আয়শা খাতুন (১৩) ও  রাত ১০টায় রতনকান্দি ইউনিয়নের পশ্চিম গজারিয়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী আমিনা খাতুনকে (১৪) বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করা হয়।

এসব বাল্যবিয়ের আয়োজন করায় অভিভাবকদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিবি / এস এস