ন্যাভিগেশন মেনু

সিরাজগঞ্জে পৃথক নৌকা ডুবিতে মৃত ২, নিখোঁজ ৫


সিরাজগঞ্জে পৃথক দুটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নিখোঁজদের উদ্ধারের জন্য রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ শুরু করবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মঞ্জিল হক।

মৃত শিশুরা হলো- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বেল্লাল হোসেনের দুই শিশু কন্যা জয়নব খাতুন শিখা (৫) ও বিথি আক্তার বাসনা (৩)।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, বুধবার বিকেলে জগন্নাথপুর গ্রামের ২৫-৩০ জন নারী, পুরুষ ও শিশু ইঞ্জিনচালিত নৌকায় করে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের এক কবিরাজ বাড়িতে যাওয়ার পথে ঝড়ো ও দমকা বাতাসে নৌকাটি ডুবে যায়।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন নৌকা নিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে নৌকাটি উদ্ধার করার পর নৌকার ডওড়ার মধ্যে থেকে শিশু দুটির মরদেহ পাওয়া যায়।

অপরদিকে বুধবার বিকেলে ২২ জন তরুণ একটি নৌকা নিয়ে টাঙ্গাইলের গোপালপুরের বাইশকাইল গ্রাম থেকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু এলাকায় বেড়াতে আসলে সন্ধ্যার দিকে নৌকাটি ঝড়ো বাতাসে উল্টে যায়। এতে ১৭ জন তীরে উঠলেও ৫ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজ তরুণরা হলেন - বাইশকাইল গ্রামের মিজানুর, শাহাদত, হাসিনুর, মারুফ ও শাহাদত।

ওয়াই এ/ এডিবি