ন্যাভিগেশন মেনু

সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন: সরব আওয়ামী লীগ


সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে সরব আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয়।

ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে ভোটারদের নিকট দোয়া প্রার্থনা ও তার বাবার উন্নয়নের গুনগান গাইছেন।

তিনি ছাড়াও আওয়ামী লীগ থেকে আরও দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, মোহাম্মদ নাসিমের ভাতিজা শেহেরিন সেলিম রিপন ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কুমার দে।

শেহেরিন সেলিম রিপন ক্যাপ্টেন মনসুর আলীর নাতি এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলী ও উপদেষ্টা পরিষদ সদস্য প্রয়াত ড. মোহাম্মদ সেলিমের ছেলে।

অপরদিকে বিএনপি থেকে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন - জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির উপদেষ্টা টিএম তহজিবুল রহমান তুষার, জেলা বিএনপির নির্বাহী সদস্য কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো. রবিউল হাসান।

তবে তারা তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। নির্বাচনকে সামনে রেখে আসনটিতে দল গোছানোর কোনো কার্যক্রম বিএনপি শুরু না করলেও প্রার্থী প্রত্যাশীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

কাজিপুর উপজেলার ১২টি ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন। এই আসনে উপ-নির্বাচনের হাওয়া লেগেছে সাধারন ভোটারের মাঝে। 

আওয়ামী লীগের দুর্গ হিসেবে এ আসনে ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর উত্তরাধিকার হিসেবে আমৃত্যু  সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তার ছেলে মোহাম্মদ নাসিম। এবার বাবার স্মৃতি বিজরিত সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে তানভীর শাকিল জয় নৌকার হাল ধরতে চান। তিনি দলীয়ভাবে চুড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর নিয়মানুযায়ী আসনটি শূন্য ঘোষণা হলে উপ-নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। ফলে কাজিপুরের রাজনীতির মাঠ এখন বেশ সরব। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি, তবে বসে নেই আগ্রহী প্রার্থীরা।

কা সা/ ওয়াই এ/ এডিবি