ন্যাভিগেশন মেনু

সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১৯৪ রান


হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে পাঁহাড়সম ১৯৪ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের রীতিমতো শাসন করেছে জিম্বাবুয়ের ব্যাটসম্যান মাধেভেরে, রেজিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানিরা। তাদের ব্যাট থেকে ঝড়েছে চার-ছয়ের ফুয়ারা। এর সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছ ১৯৩ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে এ রান টপকে জিততে গেলে রেকর্ড করতে হবে টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ১৬৪ রান টপকিয়ে জিতেছিল ২০১৬ সালে, খুলনায়।

জিম্বাবুয়ের হয়ে এদিন ব্যাট হাতে ধ্বংসলীলায় নেতৃত্ব দিয়েছেন মাধেভেরে। আগের ম্যাচে ফিফটির স্বাদ পাওয়া এই ব্যাটসম্যান এ ম্যাচেও খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তার ৩৬ বলে ৫৪ রানের ইনিংসের সঙ্গে চাকাভার ২২ বলে ৪৮ ও বার্লের ১৫ বলে ৩৫ রানের ওপর ভর করে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ২টি এবং সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।

এমআইআর/এডিবি/