ন্যাভিগেশন মেনু

সিরিজ জিততে বাংলাদেশের চাই ২৪১ রান


হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে সে লক্ষ্যে মোটামুটি ভালো ব্যাটিং করেছে দলটি। বিশেষ করে প্রথম ওয়ানডের তুলনায় বেশ ভালোই।

রবিবার (১৮ জুলাই) নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২৪০ রান। ওয়ানডে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৪১ রান।

ম্যাচের প্রথম ওভারেই তাসকিন আহমেদ ওপেনার তিনাশে কামুনহুকামুয়েকে বিদায় করেন। আফিফ হোসনের হাতে ক্যাচ দেয়ার আগে ৫ বলে ১ রান তুলেন এই ওপেনার। ১৮ বলে ১৩ রান তুলে বোল্ড হন তাদিওয়ানাশে মারুমানি।

তৃতীয় উইকেটে রেগিস চাকাভাকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দেন ব্রেন্ডন টেইলর। দলীয় ৮০ রানে ফিরে যান চাকাভা। ৩২ বলে ২৬ রান তুলে সাকিবের বলে বোল্ড হন তিনি।

অন্যদিকে ৫৭ বলে ৪৬ রান করা টেইলর শরিফুল ইসলামের বলে হিট উইকেট হয়ে মাঠ ছাড়েন।

সাকিবের বলে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দি হওয়ার আগে ৫৯ বল খেলে ৩৪ রান তুলেন ডিওন মেয়ার্স।

ষষ্ঠ উইকেটে ওয়েসলে মাধভের ও সিকান্দার রাজা ৬৩ রান যোগ করেন। ৬৩ বলে ৫৬ রান তুলেন মাধভের। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তোলার পর শরিফুলের বলে তামিমের হাতে ধরা পড়েন এই স্পিনিং অলরাউন্ডার।

অন্যদিকে ৪৪ বল খেলে ৩০ রান করেন রাজা। অভিজ্ঞ এই অলরাউন্ডার সাইফ উদ্দিনের বলে উইকেটের পেছনে থাকা লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন।

৭ বলে ৮ রান করেন লুক জঙ্গি ও ২ ব খেললেও রানের খাতা তুলতে পারেননি ব্লেসিং মুজুরাবানি। দুজনই বিদায় নেন শরিফুলের বলে।

৬ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন টেন্ডাই চাতারা। ৭ বলে ৭ রান করে ক্রিজে ছিলেন রিচার্ড গারাবা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকোয়ামে, টাডিওয়ানাশে মারুমানি, রেজিস চাকাবভা, ব্রেন্ডন টেইলর, ডিও মায়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, লুক জঙ্গওয়ে, টেন্ডাই চাটারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

ওআ/