ন্যাভিগেশন মেনু

সিরিজ জয় নিয়ে ভাবছে বাংলাদেশ


ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের ফলে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। ম্যাচ ছাপিয়ে এক ধাপ এগিয়ে সিরিজ জয় নিয়ে ভাবছে বাংলাদেশ দল।

সংবাদ সম্মেলনে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন জানান, প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যখন ম্যাচ খেলতে নামি, জেতার জন্য নামি। তাছাড়া প্রত্যেকটা খেলোয়াড় খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। আমরা আগে কখনো ত্রিদেশীয় সিরিজ জিততে পারিনি। আমাদের প্রধান লক্ষ্য হল সিরিজটা জেতা।

তিঁনি বলেন, সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া খুব সহজ হবে না। কারণ এ টুর্নামেন্টে ক্যারিবীয় ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে এর মাঝেই তারা চাঁরটা সেঞ্চুরি পেয়েছে।

বাংলাদেশের বোলারদের ওপর অবশ্য পূর্ণ আস্থা মিঠুনের, আমাদের বোলারদের যোগ্যতা আছে যে কোনো ভালো ব্যাটসম্যানকে আউট করার। যে কোনো একটা ভালো জুটি ভেঙে দেওয়ার।

আয়ারল্যান্ড সিরিজটাকে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল। বিশ্বকাপের চূড়ান্ত দলে কোনো পরিবর্তন আনা বা মূল একাদশ ঠিক করার এটাই শেষ সুযোগ।

এমআইআর /এসএস