NAVIGATION MENU

সিরিজ বাঁচানোর শেষ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান


ম্যানচেস্টারে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় ম্যাচটি মাঠে গড়াবে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ডেভিড মালান ও অধিনায়ক এউইন মরগানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নেয় স্বাগতিকরা।

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের পর অভিজ্ঞ মোহাম্মাদ হাফিজের ফিফটিতে বড় পুঁজি পেয়েও, ম্যাচ হাত ছাড়া হয় পাকিস্তানের । তাই সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছে না সফরকারীরা।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের মুখোমুখি হবে থ্রি লায়নরা।

এমআইআর/এডিবি