ন্যাভিগেশন মেনু

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু


সিরিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সোমবার (১৬ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মুয়াল্লেম বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং তার হৃদরোগের সমস্যা ছিলো। তবে কি কারণে তিনি মারা গেছেন তা প্রকাশ করা হয়নি।

২০০৬ সালে ওয়ালিদ মুয়াল্লেম দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

১৯৪১ সালে রাজধানী দামেস্কে জন্মগ্রহণ করেন মুয়াল্লেম। ১৯৯০-৯৯ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

ওয়াই এ/এডিবি