ন্যাভিগেশন মেনু

সিলেটে এই প্রথম র‍্যাবের ১৩ সদস্য করোনা আক্রান্ত


এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সদর দপ্তরের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর ১৩ সদস্য। একদিনে এতো সংখ্যক র‍্যাব সদস্যের আক্রান্ত হওয়ায় র‍্যাব-৯ এর পক্ষ থেকে আরও সর্তকতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৯–এর পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ।

তিনি বলেন, এই প্রথম সিলেটের র‌্যাব সদস্যরা এই মারণভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হলেন। কোন উপসর্গ  ছাড়াই ১৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

র‌্যাব-৯–এর পুলিশ সুপার আরও বলেন, করোনায় আক্রান্ত র‌্যাব সদস্যদের র‌্যাব-৯ এর ক্যাম্পে আলাদাভাবে আইসোলেশন রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ি পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটে ১৮২ জনের দেহে নমুনা পরীক্ষা করে  ১৩ র‌্যাব  সদস্যসহ ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ওয়াই এ/ এডিবি