ন্যাভিগেশন মেনু

সিলেটে একদিনে ৬ চিকিৎসকসহ আরও ১৪৯ জন করোনা আক্রান্ত


সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ চিকিৎসকসহ আরও ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত ৬ হাজার ৭৫১ জনের।

এদিন ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৬ চিকিৎসকসহ ৮৯ জনের করোনা শনাক্ত হয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের ৮৯ জন আক্রান্তের মধ্যে সিলেট জেলার ৫০ জন, সুনাগঞ্জের ৪ জন,  হবিগঞ্জের ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৭ জন রয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৬০ জন করোনা আক্রান্তদের মধ্যে ২০ জন সিলেট জেলার এবং ৪০ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সিলেট বিভাগে শনাক্ত ৬ হাজার ৭৫১ জনের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত দাঁড়াল ৩ হাজার ৫০০ জনে, সুনামগঞ্জে ১ হাজার ৩২২জন, হবিগঞ্জে ১ হাজার ৬৩ জনে এবং মৌলভীবাজারে আক্রান্ত এখন ৮৬৬ জন। বিভাগে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩২ জন এবং মারা গেছেন মোট ১১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ১০ জন।

সিবি/ওআ