NAVIGATION MENU

সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা


সিলেট নগরে বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণীর এক  কিশোরীকে (১৪ ) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত রাগিব হোসেন নিজু (১৮) দাড়িয়াপাড়ার মেঘনা ১৪/বি বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজারের আব্দুল কাইয়ুমের ছেলে।

ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, গত ২৯ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাগিব হোসেন নিজু।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এস এ/এডিবি