ন্যাভিগেশন মেনু

সিলেটে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আটক


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রাহেনা নামের এক গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। কুতুব উদ্দিন কান্দিগ্রামের মৃত কাদিরের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টায় রাহেনার স্বামী কুতুবউদ্দিন মোবাইল ফোনে নিহত রাহেনার বাবা শফিক মিয়াকে জানান রাহেনা গলায় দড়ি দিয়ে মারা গেছে।

খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খানকে সাথে নিয়ে রাহেনার বাবা শফিক মিয়া ঘটনাস্থলে গিয়ে দেখেন রাহেনার স্বামীর বাড়িতে চালতা গাছের ডালের সাথে রশি গলায় পেঁচিয়ে ঝুলে আছে।

রাহেনার বাবা জানান, 'ঝুলে থাকার বিষয়টি আমাদের কাছে সন্দেহের সৃষ্টি হলে স্বামীকে আটক করা হয়। ২০১৬ সালে কান্দিগ্রামের মৃত কাদিরের ছেলে কুতুবউদ্দিনের সাথে আমার মেয়ে রাহেনার বিয়ে হয়। তাদের ৩ বছরের একটি  মেয়ে আছে।'

অপরদিকে, পুলিশের কাছে আটককৃত রাহেনার স্বামী সকল অভিযোগ মিথ্যা দাবি করে জানান, 'পারিবারিক বিষয়ে ঝগড়া হলে সর্বদা সে আত্মহত্যার হুমকি দিতো। এ বিষয়ে আমার কিচ্ছু জানা নেই।'

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ জানান, রাহেনা বেগমের মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয় বলে তার বাবা শফিক মিয়ার দাবি। তাই শফিক মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে রাহেনার স্বামীকে আটক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাহেনার মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এস এ /এডিবি