ন্যাভিগেশন মেনু

সিলেটে চিকিৎসকসহ ৬৫ জনের করোনা সনাক্ত


সিলেটে নতুন করে তিন চিকিৎসকসহ আরও ৬৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা সনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১১ জনে।

শনিবার (২৫ জুলাই) রাতে বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন সনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৪৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৯ জন, হবিগঞ্জ জেলায় দুইজন এবং মৌলভীবাজার জেলায় একজন।

স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট এর তথ্যমতে - বিভাগে সনাক্ত ৭ হাজার ৪১১ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৯৭৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৮৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১১১ জন ও মৌলভীবাজারে ৯১৯ জন।

এই বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩০ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় ৯৬ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন।

এপর্যন্ত সিলেট বিভাগে তিন হাজার ৩৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ৯৬৯ জন, সুনামগঞ্জের এক হাজার ৪৩ জন, হবিগঞ্জের ৫৪০ জন ও মৌলভীবাজারের ৪৮২ জন।

সিবি/এডিবি