ন্যাভিগেশন মেনু

সিলেটে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৬


সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে সিলেটের উপজেলার সাদিপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশাচালক জুনেদ মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামের ফজলে মিয়া (৩৯), তার স্ত্রী হামিদা বেগম (৩৫), মেয়ে আরিফা বেগম (১২) ও হামিদার বোনের মেয়ে কারিমা বেগম (৩) ও খাদিজা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মামুন পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয় ও হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুইজন।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও সাতজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মা-মেয়েসহ আরও চারজনের মৃত্যু হয়।

এডিবি/