ন্যাভিগেশন মেনু

সিলেটে হঠাৎ ভূমিকম্প


সিলেটে মধ্যরাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে ও শব্দে অনেকেই ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘর ছেড়ে দ্রুত বেরিয়ে আসেন বাইরে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টা ৪৩ মিনিটে আকস্মিক কেঁপে উঠে নগর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায় আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২৮ কি.মি. উত্তর পূর্ব-যা সিলেটের কাছাকাছি অবস্থিত।  

এ ভূমিকম্পের প্রভাবে সিলেটে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ওআ