ন্যাভিগেশন মেনু

সি চিন পিং ও পিতার গল্প


চীনা প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর পিতা সম্পর্কে বলেন, ‘তিনি চীনা জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর কাজ আমাকে উত্সাহ দেয়।’

সি চিন পিংয়ের পিতা সি চং স্যুন একজনচীনা নেতা, যিনি জনগণেরমধ্যথেকেবেরিয়েএসেছিলেন। সি চং স্যুন সবসময় বলতেন, ‘আমি কৃষকের সন্তান;আমিনিজেও একজন শ্রমিক।’

নানই গ্রামে সি চং স্যুন’র বাড়ি

সি চিন পিং বলেন, “আমার দাদা একজন কৃষক ছিলেন। আমার পিতা কৃষক হিসেবে গত শতাব্দীর ৪০-এর দশকে চীনের ভূমি সংস্কারেরআন্দোলনে অংশ নিয়েছিলেন। আমিও যুবকথাকাকালে সাত বছর গ্রামে কৃষক হিসেবে কাজ করেছি।”

সি চিন পিং নিজেকে ‘মাটির ছেলে’ বলেন

কুয়াংতুং প্রদেশের চীনা কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করার সময় সি চং স্যুন সরকারি প্রতিষ্ঠানের সংস্কারকাজ ত্বরান্বিত করেন। তিনি প্রতিটি প্রতিষ্ঠানের উত্পাদন ও সংস্কারের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর রাখতেন।

পিতার কথা সি চিন পিং কখনও ভুলে যান না

গত শতাব্দীর ৮০’র দশকে তিনি হ্যেপেই প্রদেশের চেংতিংজেলার চীনা কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করার সময় নাগরিকদের খোঁজখবর নিতেন।

চীনা প্রেসিডেন্ট হিসেবে সি চিন পিং চীনের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন। তিনি সাধারণ নাগরিকদের বাড়িতে গিয়ে তাঁদের কথা শুনেন এবং সমস্যার সমাধান করেন। (সূত্র: সিএমজি)