ন্যাভিগেশন মেনু

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ৮ জনের বিরুদ্ধে মামলা


চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) মামলাটি করেন সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী।

বুধবার (৮ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে মামলায় তাদেরও আসামী করা হবে। তবে মামলায় আসামীদের নাম জানাননি পুলিশের এ কর্মকর্তা। 

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাতে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলকর্মীসহ অন্তত ৪৪ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। রাত ১১টার দিকে ভাটিয়ারীতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোতে থাকা রাসায়নিক কনটেইনারগুলোর বেশিরভাগই একসাথে বিস্ফোরিত হয়।