ন্যাভিগেশন মেনু

সীমান্ত এলাকায় সেনা অভিযান চালাচ্ছে ভারত, উলফা নেতার আত্মসমর্পণ


ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে জঙ্গিদের তৎপরতা কমাতে গত ৯ মাস ধরে মেঘালয়, অসম ও বাংলাদেশ সীমান্তে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। ফলে চাপে পড়ে চার সঙ্গীসহ আত্মসমর্পণ করেছেন উলফা নেতা দৃষ্টি রাজখোয়া।

নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন প্রত্যন্ত প্রান্তে হানা দিয়ে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করার ফলে প্রবল চাপে পড়েছে উলফাসহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলো।

ফলে বাধ্য হয়েই অনেকে আত্মসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফেরার চেষ্টা করছেন। এবার সেই কাজই করল উলফার সেকেন্ড ইন কমান্ড দৃষ্টি রাজখোয়া।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, বর্তমানে দৃষ্টি রাজখোয়া সেনা গোয়েন্দাদের হেফাজতে রয়েছে। খুব তাড়াতাড়ি তাকে অসমে নিয়ে আসা হবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উলফার ডেপুটি কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়ার সবচেয়ে ঘনিষ্ট হিসেবে পরিচিত রাজখোয়াসহ বেশ কয়েকজন উলফা সদস্য বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মেঘালয়ের গারো পাহাড়ে আত্মসমর্পণ করেন। 

৫০ বছর বয়সী রাজখোয়া বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেঘালয়, আসাম এবং দক্ষিণ গারো পাহাড় এলাকার বিভিন্ন গুপ্ত ঘাাঁটি থেকে তিন দশকের বেশি সময় ধরে সংগঠনের সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

রাজখোয়ার আত্মসমর্পণের মধ্য দিয়ে গারো পাহাড় এলাকায় দুই দশক ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান হবে বলে প্রত্যাশা ভারতীয় নিরাপত্তা বাহিনীর। 

আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে আসা উলফাকে ১৯৯০ সালে নিষিদ্ধ করে ভারত সরকার।

এডিবি/