ন্যাভিগেশন মেনু

সুইজারল্যান্ডে চীনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন অর্থমন্ত্রীর বৈঠক


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চীনের উপপ্রধানমন্ত্রী ও চীন-মার্কিন সার্বিক অর্থনৈতিক সংলাপে চীনা প্রতিনিধিদলের প্রধান লিউ হ্য, সুইজারল্যান্ডে মার্কিন অর্থমন্ত্রী জানেট ইয়েলেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে তাঁরা সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সি-বাইডেন বৈঠকে অর্জিত মতৈক্য বাস্তবায়ন, বিশ্ব ও দুই দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, এবং বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

বৈঠকে তাঁরা এই মর্মে একমত হন যে, যৌথভাবে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা চীন ও যুক্তরাষ্ট্র, তথা সারা বিশ্বের জন্য জরুরি। তাঁরা বিভিন্ন প্লাটফর্মের আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে একমত হন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের আর্থিক ও প্রযুক্তিগত নীতির ব্যাপারে চীনের উদ্বেগের কথা জানান লিউ হ্য। যুক্তরাষ্ট্র এসব নীতির নেতিবাচক প্রভাব উপলব্ধি করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। - সূত্র: সিএমজি