ন্যাভিগেশন মেনু

সুখবর দিলেন দীঘি


তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। চলতি বছর দীঘির অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘মানব দানব’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন দীঘি। যেখানে নায়ক হচ্ছেন কলকাতার বনি সেনগুপ্ত। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে দীঘি বাদ পড়েছেন। তাকে নয়, শালুক নামের এক নবাগতাকে বেছে নিয়েছেন নির্মাতা-প্রযোজক।

তবে ভক্তদের জন্য সুখবর দিয়েছেন দীঘি। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমাটি, যেটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন।

সিনেমাটি প্রসঙ্গে দীঘি জানিয়েছেন, ‘অনুদানের এই সিনেমায় কাজের ব্যাপারটি আগে থেকেই শিডিউল দেওয়া ছিল। ইমদাদুল হক মিলন স্যারের উপন্যাসের গল্পের নায়িকা হচ্ছি; সে জন্য কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী।’

নির্মাতা আবদুস সামাদ খোকন বলেন, ‘১৪ অক্টোবর থেকে সিনেমাটির শুট শুরু করতে যাচ্ছি। পুরো শুট ঢাকায় হবে। এরই মধ্যে দীঘি চূড়ান্ত হয়েছে নায়িকা হিসেবে। তবে তার নায়ক কে হচ্ছে, তা এখনও চূড়ান্ত নয়; আমরা কয়েক জনের সঙ্গে কথা বলছি। সিনেমায় দীঘির বাবা অভিনেতা সুব্রত বড়ুয়াসহ আরও অনেকেই থাকছেন।’

ওআ/