ন্যাভিগেশন মেনু

সুজানগরে সেতু আছে সড়ক নেই, দুর্ভোগে এলাকাবাসী


পাবনার সুজানগরে অর্ধকোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে কয়েকটি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতু পারাপার করতে হচ্ছে এলাকাবাসীর।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ওয়াপদা বাধের খালের উপর প্রায় ৮ বছর আগে স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সেতুটি নির্মিত হয়। এই সেতু নির্মাণে ব্যায় হয় প্রায় অর্ধকোটি টাকা। দইপাড়া, বরখাপুর, বুচন্দ্রপুর, হামাসপুর ও নরসিংহপুরসহ কয়েকটি গ্রামের প্রায় ১২ হাজার মানুষের নাজিরগঞ্জ বাজার, উপজেলা ও জেলা সদরে যাতায়াত সুবিধার জন্য নির্মিত এই সেতুর দুই পাড়ে সংযোগ সড়ক নেই।

বরখাপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান রুবেল জানান, ‘জনগুরুত্ব বিবেচনা করে সেতু নির্মিত হলেও সংশ্লিষ্টদের অবহেলার কারণে দুর্ভোগ পোহাচ্ছে কয়েকটি গ্রামের মানুষ। সেতুর দুই পাড় মাটি দিয়ে ভরাট করা হলেও নির্মাণ ত্রুটির কারণে মাটি থাকছে না। বর্ষার সময় ও অতিবৃষ্টি হলেই সেতুর সংযোগ সড়কের মাটি ধসে যায়, ঝুঁকি নিয়েই মানুষ পারাপার হয়। এভাবে প্রায় ৮ বছরের মতো সংযোগ সড়ক ছাড়াই সেতুটি ব্যবহার হচ্ছে।’

এ বিষয়ে এলজিইডি'র উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাতেন জানান, সেতুটি অনেক আগে নির্মিত হয়েছে। সেই সময় আমি এখানে কর্মরত ছিলাম না। তবে সম্ভবত স্থানীয় সাংসদের ব্যবস্থাপনায় বিষয়টির সমাধানের কাজ হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির জানান, ‘বিষয়টি আমি শুনেছি, আশা করছি খুব দ্রুত ওই সেতুর সংযোগ সড়ক হবে।’

এমএএআর/এমআইআর/এডিবি/