ন্যাভিগেশন মেনু

সুজানগর-চিনাখড়া সড়কের বেহাল দশা


পাবনার সুজানগরের সুজানগর-চিনাখড়া পাকা সড়কটির প্রায় ১১ কিলোমিটার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পাবনা জেলার সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত আঞ্চলিক এ মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এতে চলাচলের জন্য একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এ সড়কটি।

সুজানগর থেকে চিনাখড়া হয়ে রাজধানী ঢাকা যাওয়ার জন্য একমাত্র প্রধান এ সড়কের বেশিরভাগ স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় কোনো যানবাহন যেতে চায়না।

মঙ্গলবার (১৫ জুন) সড়কের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা যায়।

এ ছাড়াও একটু বৃষ্টি হলে গুরুত্বপূর্ণ এ সড়কটি পরিণত হয় জলাশয়ে। গত কয়েকদিনের বৃষ্টিপাতে সে গর্তগুলোতে পানি জমে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ। পানি জমে থাকার কারণে গর্তের গভীরতা বুঝতে পারে না যানবাহন চালককরা। ফলে দুর্ঘটনার পাশাপাশি  যানবাহনসহ জনসাধারণকে চলাচল করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই সড়কের সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুল হাই বলেন, ‘এটি কোনও সড়ক হলো। কেউ দেখেনা মানুষের দুর্গতি। প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানাই।’

সড়কের এ বেহাল দশা নিয়ে জানতে চাইলে পথচারী শাহজাহান আলী জানান, ‘বড় কষ্টে আছি ভাই। এটি সড়ক নয় যেন মরণফাঁদ। কেউ এই সড়কের খবর  নেয়না। সারাদেশে উন্নয়ন হচ্ছে অথচ এই সড়কের খোঁজ কেউ নেয় না।’

সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর জানান, ‘গুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল অবস্থার কারণে কোনো ব্যক্তি অসুস্থ হলেও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় নেই।’

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী একেএম শামসুজ্জোহা আজকের বাংলাদেশ পোস্টকে জানান, শীঘ্রই গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।

এমএআর/সিবি/এডিবি/