ন্যাভিগেশন মেনু

সুন্দরবনের আদলে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ


সাতক্ষীরার দেবহাটা ম্যানগ্রোভ বাড়তি বিনোদন কুড়াতে স্থানটিতে এখন মানুষের উপচেপড়া ভিড়। এই ঈদে পর্যটনপ্রিয় মানুষের মন জয় করেছে এই ম্যানগ্রোভ।স্থানটি যেন সাতক্ষীরার মানুষের আনন্দ বিনোদনের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে।

ভারতের সীমানা ঘেঁষে সাতক্ষীরা শহরের বাইরে ইছামতি নদীর তীরে এই রূপসী দেবহাটা ম্যানগ্রোভ।কেউ কেউ বলছেন, সুন্দরবনের বাইরে এটিও আরেকটি ছোট সুন্দরবন।

সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ এনে লাগানো হয়েছে এই রূপসী দেবহাটা ম্যানগ্রোভে, যা ভ্রমণ পিপাসুদের মন কেড়েছে। ৬০ একর জমির উপর সুন্দরবনের আদলে এই পর্যটন স্থানটির সীমানা।

পর্যটন কেন্দ্রটি সকাল থেকে বিকাল দিনভর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। প্রতি দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে এই পর্যটন কেন্দ্র। অনেকেই দেবহাটা ম্যানগ্রোভে ছুটে আসেন ১০ টাকার বিনিময়ে প্রাকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ।

আরো পড়ুন : 

প্রেমে পড়লে ওজন বাড়বে, গবেষকদের মত

তাই ঈদের আনন্দটাকে বাড়িয়ে তুলতে বৃষ্টিকে উপেক্ষা করে তারা ছুটে আসছেন বাবা-মা, ভাই-বোন, আত্মীয় স্বজনদের নিয়ে। আবার কেউবা আসেন প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে।

পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ জানালেন, এখানে নিরাপত্তার মোটেও ঘাটতি নেই। আছে বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য অন্যান্য সব ধরনের সুযোগ সুবিধা।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানালেন, ঈদ উপলক্ষ্যে এই পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা মানুষের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওয়াই এ