ন্যাভিগেশন মেনু

সুন্দরবনে বনরক্ষীদের হাতে ৪ হরিণ শিকারি আটক


সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ চার চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, শিকারিদেরে ব্যবহৃত ট্রলার, ছুড়ি, দা, দড়ি, কাঁচি, পলিথিন জব্দ করে বনরক্ষীরা।

রবিবার (১৫ আগস্ট) গভীর রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকা থেকে  তাদের আটক করা হয়।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে আটকদের সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট কার্যালয়ে আনা হয়েছে।

আটকরা হলেন - বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের করিম হাওলাদারের ছেলে আ. মান্নান হাওলাদার, একই উপজেলার চরদোয়ানি গ্রামের চান মোল্লার ছেলে মো. জামাল মোল্লা (৪৫), মঠেরখাল গ্রামের নাজিম হাওলাদারের ছেলে মো. জয়নাল হাওলাদার (৪০) এবং কাঁঠালতলী গ্রামের নুরুল হকের ছেলে মো. দেওয়ান হাওলাদার। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরাপুটিয়া এলাকা থেকে চার শিকারিকে আটক করা হয়েছে। মামলা দায়ের কারে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিবি/এডিবি/