ন্যাভিগেশন মেনু

সুন্দরবনে মধুর কারখানা, ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়াল পাকড়াও


অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে যাওয়া সাত মৌয়ালকে ১৫ বস্তা চিনি ও নকল মধু তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে বনকর্মীরা।

দেশের পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে- আব্দুস সাত্তার মোড়ল (৪০), কুবাত আলী (৫০), শাহাদাৎ হোসেন (৫০), সাহেব আলী (৫২), ইয়াছিন গাজী (৪৫), আব্দুল মজিদ (৫০) ও আবু বক্কারকে (৫২)আটক করা হয়।তারা সবাই শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা ও পদ্মপুকুরের গড়কোমরপুর গ্রামের বাসিন্দা।

বনকর্মীরা জানান, সোরা গ্রামের আব্দুল হাকিম শেখের পক্ষে ১৫ জনের একটি মৌয়াল দল মধু কাটতে যাওয়ার জন্য বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নেয়।

 এরপর গোপনে খবর আসে- কয়েকজন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে চিনি জ্বালিয়ে মধুর সঙ্গে মেশাচ্ছেন। এরপর সন্ধ্যায় বনকর্মীরা গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

এ সময় ফিটকিরি, ড্রাম, দা, কুড়াল ও বৈদ্যুতিক বাল্ব, মধুর চাক, মধুর ফ্লেভার ও চিনিসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার সুলতান আহমেদ জানান, সুন্দরবনের গভীরে গিয়ে চিনি জ্বালিয়ে মধু তৈরির সঙ্গে একটি চক্রকে আটক করা হয়েছে।

 তাদের বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এস এস