ন্যাভিগেশন মেনু

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর ফজিলত


এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। সমস্ত জীবজগৎ এবং জড়জগৎ এর যা কিছু আছে সমস্ত কিছুর একমাত্র অধিপতি তিনিই। আর তার সৃষ্টি জগতের মধ্যে অন্যতম সেরা বা "আশরাফুল মাখলুকাত" হলো মানুষ।  আল্লাহর তায়ালা পবিত্র কুরআনে বলেন আমি মানুষ এবং  জ্বীন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই আমরাই নানান দুনিয়াবী কাজে নিজেকে জড়িয়ে সেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টির মূল্য উদ্দেশ্য ইবাদত থেকেই গাফেল হয়ে গেছি। দৈনিক ৫ ওয়াক্ত ফরজ নামাজ, নফল ইবাদত ও সুন্নতের আমল অনেকে ঠিক মতো পালন করে না।   তারপরেও আমরা যখন যতটুকু আমল করি সেটুকুওই আল্লাহর কাছে অনেক প্রিয়।  কাজের জন্য সবসময় নফল সুন্নত ইবাদত করতে না পারলেও হাদিসে অনেক ছোট ছোট আমলের কথা বলা আছে যার ফজিলত অনেক। সেরকমই একটি ছোট আমল বা দোয়া হচ্ছে  সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। আজকে আমরা এর অর্থ , বাংলা উচ্চারণ ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

আমল যত ছোটই হোক না কেন তা আল্লাহর কাছে অনেক দামি। এসব আমলই  কেয়ামতের দিন বান্দার সামনে হাজির হবে বিশাল সওয়াব আকারে। তাই কোন আমলকেই অগ্রাজ্য করা উচিত নয়। কিয়ামতের দিন বান্দার সকল পাপ ও পুন্যের সকল হিসাব মুলায়্যিত হবে টা যদি অনু পরিমান ও হয়।

আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেন, ‘সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে। কারণ, সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অণুপরিমাণ সৎকর্ম করে থাকলে, সে তা দেখতে পাবে এবং কেউ অণুপরিমাণ অসৎকর্ম করে থাকলে, তাও দেখতে পাবে।’ (সুরা জিলজাল, আয়াত : ৬-৮)

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর ফজিলত

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন—

দুটি বাক্য এমন রয়েছে, যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।

বুখারি, হাদিস : ৬৪০৬

سبحان الله وبحمده سبحان الله العظيم

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।

অর্থ : মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

জাবের (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেন—

‘যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়।’ (তিরমিজি, হাদিস নং : ৩৪৬৪)


আরো পড়ুন :

সূরা হাশরের শেষ তিন আয়াত | ফজিলত, বাংলা উচ্চারণ ও অর্থ

দোয়া ইউনুস কি? কেন এবং এর ফজিলত কি ?

কবর জিয়ারতের দোয়া - সঠিক-শুদ্ধ-সুন্নাতি পদ্ধতি

গোসলের ফরজ কয়টি ও কি কি