NAVIGATION MENU

সুলতানা রেজওয়ানা চৌধুরী আর নেই


তেভাগা আন্দোলনের নেতা হাজী মুহাম্মদ দানেশের কন্যা, সাবেক সাংসদ সুলতানা রেজওয়ানা চৌধুরী (৬৭)মস্তিস্কে রক্তক্ষরন জনিত রোগে আক্রান্ত হয়ে  ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

তিনি ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ  সদস্য ও সাবেক সমাজ কল্যাণ ও মহিলা বিষযক  মন্ত্রী মরহুম রেজওয়ানুল হক ইদু চৌধুরীর সহধর্মিনী এবং ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরীর মাতা।

মৃত্যুকালে তিনি ২ চেলে ২ মেয়ে ,নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল বৃহস্পতিবার  বিকেল ৪ টায়  মরহুমার নামাজে জানাযা শেষে সদর উপজেলার বালিয়ায় ইউনিয়নের সোনাপাতিলা পারিবারিক গোরস্থানে দাফন করা হবে ।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ,জেলা আওয়ামীলীগের সভাপতি মু, সাদেক কুরাইশি,সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ,সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন,জেলা জাপার সভাপতি সভাপতি হাফিজ উদ্দীন,সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেছেন।

ওয়াই এ / এস এস