ন্যাভিগেশন মেনু

সেই নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়াল পুলিশও


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের বিরুলিয়া বাজার। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় গেরুয়া শিবিরের কর্মীদের।

বুধবার রাতে বিরুলিয়া বাজারে থাকাকালীনই আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, চার-পাঁচজন যুবক পরিকল্পনামাফিক তাঁকে ধাক্কা দেয়।

যার ফলে পায়ে চোট পান তিনি। রাতেই ফিরে আসেন কলকাতায়। বর্তমানে এসএসকেএমে ভরতি রয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিরুলিয়া যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপার।

এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। সেই সময়ই হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিকল্পনামাফিক মুখ্যমন্ত্রীকে আঘাত করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের নেতা-কর্মীরা। পালটা দেয় বিজেপি।

তারা অভিযোগ করেন, মমতার উপর আক্রমণ করা হয়নি। গোটা ঘটনাই সাজানো। মানুষের সহানুভূতি পেতে মিথ্যে নাটক করছেন মুখ্যমন্ত্রী, এমন অভিযোগও করেন বিজেপির নেতারা।

এই অভিযোগ পালটা অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় বিরুলিয়া বাজার এলাকায়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের সমর্থকরা। পুলিশের সামনেই চলে আক্রমণ, পালটা আক্রমণ।

পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এছাড়াও মুখ্যমন্ত্রীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্নপ্রান্তে অবরোধ-বিক্ষোভ চলছে সকাল থেকে। একাধিক স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অর্থাৎ উত্তাল গোটা রাজ্যই।

সূত্র : সংবাদ প্রতিদিন

এস এস