ন্যাভিগেশন মেনু

সেনাবাহিনীর মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন বগুড়া অতিক্রম করেছে


মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০৩ জন সদস্য পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে বাইসাইকেল চালিয়ে কক্সবাজারের টেকনাফের উদ্দেশে যাত্রা পথে শনিবার দুপুরে বগুড়া অতিক্রম করেছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের প্রবেশপথে মাটিডালী থেকে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন ১ম বাইপাস সড়ক হয়ে বগুড়ার মাঝিড়া সেনানিবাসে যায়। সেখানে তাদেরকে স্বাগত জানান ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল একেএম নাজমুল হাসান এনডিসি,পিএসসি।

১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগের মধ্যে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন অন্যতম। বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশনের সাইক্লিষ্টগণ এতে অংশগ্রহণ করছেন। এ যাত্রায় তারা ছুঁয়ে যাবে দেশের সবগুলো বিভাগের সড়ক-মহাসড়ক। তারা দেশের আপমর জনসাধারণকে বঙ্গবন্ধুর কথা স্মরণ করিয়ে দিবে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দুপুরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে সেনাবাহিনীর উদ্যোগে এর উদ্বোধনের পর কক্সবাজারের টেকনাফের পথে যাত্রা শুরু করেন তারা। আগামী ৩ ডিসেম্বর টেকনাফে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন শেষ হওয়ার কথা। ১৬ জন অফিসার, ৩ জন নারীসহ ৮৭ জন অন্যান্য পদবীর সেনা সদস্য এতে অংশ নিয়েছেন।

এএস/এডিবি