NAVIGATION MENU

সোনালী ব্যাংকের 'সোনালী-ই-সেবা অ্যাপ' উদ্বোধন


সোনালী ব্যাংকের 'সোনালী-ই-সেবা অ্যাপ' উদ্বোধন করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে এখন থেকে খুব সহজে বাড়িতে বসেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।

গ্রাহকরা গুগল প্লে-স্টোর থেকে সোনালী ই-সেবা এন্ড্র্রয়েড অ্যাপটি ডাউনলোড করে এই ই-সেবা গ্রহণ করতে পাবেন।

বুধবার ( ৩ জুন ) বিকেলে ভার্চুয়াল এক প্রগ্রামের মাধ্যমে ‘সোনালী ই-সেবা’ মোবাইল অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।

এখন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। পরবর্তীতে আইওএস-সহ অন্য ব্যবহারকারীরা  এ সুবিধা গ্রহণ করতে পারবেন। 

দ্রুততম সময়ে এই সেবা নিশ্চিত করার জন্য গ্রাহকের ছবি ও ব্যক্তিগত তথ্য অটোমেটিক পদ্ধতিতে যাচাই করে দেবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সফটওয়্যার  ‘পরিচয়’।

পলক বলেন, ‘সোনালী ব্যাংক লিমিটেড, আইসিটি মন্ত্রণালয়, পরিচয় এবং বাংলাদেশ জাতীয় ডিজিটাল আর্কিটেকচারের মধ্যে অংশীদারির ফলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ই-কেওয়াইসি পদ্ধতি বাস্তবায়নের এটি দুর্দান্ত উদাহরণ।’

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘এটা সময়ের দাবি। পরিবর্তিত এ পরিস্থিতিতে গ্রাহকের দোরগোড়ায় থেকে তথ্য-প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের নিমিত্তে আমরা অনলাইনে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা গ্রহণ করেছি। এতে গ্রাহক ঘরে বসে মাত্র দুই মিনিটে সোনালী ব্যাংকে হিসাব খুলতে পারবেন।’

সিবি/ এডিবি