ন্যাভিগেশন মেনু

সোনাইমুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৬ জন গুলিবিদ্ধ


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাউরী গ্রামের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হচ্ছেন, আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের জাফর মাস্টারের ছেলে ফয়সাল (২০), আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০), সহিদ উল্যাহর ছেলে শাহাদাত হোসেন (১৯) ও আজিজ উল্যাহর ছেলে মানিক (১৬)।

জানা যায়, শুক্রবার বিকেলে আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে নাউরী গ্রাম ও খিলপাড়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ওই খেলাকে কেন্দ্র করে নাউরী ও আমিরাবাদ গ্রামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাত সাড়ে ৮টার দিকে তালতলা বাজারে মঞ্জুর নেতৃত্বে ফারুক, রায়হান, তারেকসহ ১৪-১৫ জন নাউরী গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএ/এডিবি/