ন্যাভিগেশন মেনু

সোনাদিয়ায় পর্যটন এলাকা গড়ে তোলার ইঙ্গিত প্রধানমন্ত্রীর


কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য বিবেচনা করে গভীর সমুদ্রবন্দর না করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে ‘রুপকল্প ২০৪১ বাস্তবে রুপায়ন; বাংলাদেশে প্রেক্ষিত ২০২১-২০৪১ এর অনুমোদন দেয়ার সময় এই ইঙ্গিত দেন সরকার প্রধান বলে জানান তিনি।

বৈঠক শেষে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম এ তথ্য জানিয়েছেন।

 এদিকে এই বৈঠকে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন পেয়েছে দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা।

যদিও এর আগে, দেশের ২০১০-২০২১ সালের জন্য দেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করা হয়।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এ সময় দারিদ্র্য দূরীকরণ, সুশাসন সংহত করা ও বিশ্বমানের ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘সোনাদিয়া সুন্দর জায়গা। এর বৈচিত্র রক্ষা করা হোক। গভীর সমুদ্র হবে নাকি অগভীর হবে, না পর্যটন হবে– উই উইল ডিসাইড ইন ফিউচার (ভবিষ্যতে আমরা সিদ্ধান্ত নেবো)। মূল কথা হলো সোনাদিয়াকে অক্ষত রাখা হবে।’

ওয়াই এ /এডিবি