ন্যাভিগেশন মেনু

ভারতকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে অজিরা


অ্যাডিলেডে প্রথম টেস্টের তৃতীয় দিনে দলীয় মাত্র ৩১ রানে ৯ উইকেট হারিয়ে মাত্র ৩৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় ভারতের।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। তবে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড থাকায় ৯০ রানের লক্ষ্য দাঁড়ায় অজিদের সামনে।

২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সহজেই জিতে নিলো অ্যাডিলেড টেস্ট। ৮ উইকেটের এই জয়ে অস্ট্রেলিয়া চার টেস্ট সিরিজে এগিয়ে গেল ১-০ তে। তিন দিনের মধ্যেই শেষ অ্যাডিলেডের গোলাপি বলের টেস্ট ম্যাচ।

ম্যাচ শেষে ভারতের কাপ্তান বিরাট কোহলি জানান, ‘সত্যিকার অর্থে কেন এমন হয়েছে, তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না।’

এর আগে তৃতীয় দিনের সকালে ১৫ রানে ২ উইকেট নিয়ে খেলতে নামা ভারত দলীয় ৩১ রানের মাথায় ৯ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ভারতের কোনো ব্যাটসম্যান দুই সংখ্যায় পৌঁছাতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৯ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল।

ম্যাচের ২২তম ওভারে কামিন্সের বলে বাম হাতে চোট পেয়ে মোহাম্মদ শামি মাঠ ছাড়লে শেষ পর্যন্ত ৩৬ রানে ৯ উইকেটের বিনিময়ে থামে ভারতের ইনিংস। টেস্ট ইতিহাসের না হলেও ভারতের নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এটি।

কোনো ব্যাটসম্যান দুই সংখ্যায় পৌঁছাতে পারেনি, এমনটা এ নিয়ে দ্বিতীয়বার দেখল টেস্ট ক্রিকেট। এর আগে ১৯২৪ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১১ ব্যাটসম্যান আউট হয়েছিলেন এক অঙ্কে।

মূলতঃ অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড এর বিধ্বস্থ বোলিংয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। যথাক্রমে তারা নিয়েছেন ৪ উইকেট ও ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৪৪ ও ৩৬।

অস্ট্রেলিয়া: ১৯১ ও ৯৩/২।

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।

এমআইআর/এডিবি