ন্যাভিগেশন মেনু

বিএনপি দেশের উন্নয়ন চায় না: তথ্যমন্ত্রী


বিএনপি দেশের উন্নয়ন চায় না বলেই পদ্মাসেতুর দুইপাড় সংযুক্ত হওয়ার তিনদিন পরেও কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে মন্ত্রী তার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পদ্মাসেতুর দুইপাড় সংযুক্ত হওয়ার পর দেশের সমস্ত গণমাধ্যম প্রশংসায় পঞ্চমুখ, দেশের সমস্ত মানুষ আনন্দ-উল্লাসে উচ্ছ্বসিত; তখন এই গুটিকয়েক ব্যক্তি, প্রতিষ্ঠান, বিএনপির মুখে উচ্ছ্বাস নাই। এতে প্রমাণিত হয় এরা কি দেশের ভালো চায় না?’

মন্ত্রী বলেন, 'টিআইবির যারা নেতৃত্বে আছেন তারা নানা সভা, সিম্পোজিয়াম করে মোটামুটি যতটুকু জনগণকে বিভ্রান্ত করার ক্যাপাসিটি তাদের ছিলো পদ্মাসেতুতে সবকিছুই করার চেষ্টা করেছে তারা। আজকে তৃতীয় দিন তাদের কোন বক্তব্য নেই। এ নিয়ে তাদের মুখে কোন বক্তব্য শুনতে পাচ্ছিনা। এতে মনে হচ্ছে পদ্মাসেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পাচ্ছে।’

তিনি বলেন, ‘শুধু বিএনপি নয়, যখন পদ্মাসেতু নির্মাণের কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে এবং নির্মাণের কাজে হাত দেয় তখন আমরা দেখতে পেয়েছি এটি নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। দুর্নীতির প্রসঙ্গ আনা হয়েছে, এক টাকাও ছাড় হয়নি। তারপরও বলা হয়েছে দুর্নীতি হয়েছে। যে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিলো সেই বিশ্ব ব্যাংক কানাডার আদালতে হেরে গেছে। তাদের অভিযোগ যে অসত্য সেটি কানাডার আদালতে প্রমাণিত হয়েছে। সেই বিশ্ব ব্যাংক পরে পদ্মাসেতুতে অর্থায়ন করার জন্য আবেদন করেছিলো, প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের আর বিশ্ব ব্যাংকের টাকার দরকার নেই। আমরা নিজস্ব অর্থায়নেই পদ্মাসেতু করবো।’

মন্ত্রী আরও বলেন, ‘পদ্মাসেতুর কারণে দেশের জিডিপি ১ থেকে ১.৫ শতাংশ বাড়বে এবং এই সেতুর উপর দিয়ে সবাই চলাচল করতে পারবে। বিএনপি যেভাবে বলেছিল যে, পদ্মাসেতু করতে পারবে না এবং খালেদা জিয়া আরও যুক্ত করেছিলেন - এই সেতুর উপর দিয়ে কেউ যাবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা কি এই সেতুর উপর দিয়ে যাবেন, না নিচ দিয়ে যাবেন? এটি হচ্ছে জনগণের প্রশ্ন।’

এমআইআর/এডিবি