NAVIGATION MENU

সোমবার থেকে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ


সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।

রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির সমন্বয়ক শাসমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৬ এপ্রিল থেকে কোডিড-১৯ টিকা কার্যক্রমের প্রথম ডোজ প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম বলেন, ‘এখনও হাতে চিঠি পাননি তিনি। তবে এ ধরনের একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে তিনিও শুনেছেন।’

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে মোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন।

এমআইআর/এডিবি/