ন্যাভিগেশন মেনু

সোমালিয়ায় রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫


আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মোগাদিসুতে পুলিশ অ্যাকাডেমির নিকট একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থলের একজন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবদিরহমান বলেছেন, মঙ্গলবারের হামলার শিকার হওয়াদের মধ্যে দুইজন পুলিশ কর্মী রয়েছেন।

আবদিরাহমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই হামলায় ১০ জনেরও বেশি লোক আহত হয়েছে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী আবদূকাদির হুসেন জানান, হামলার সময় রেস্তোঁরাটিতে কয়েক ডজন লোক ছিলো।

এসআইটিই গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে, আল-শাবাব সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

আল-কায়েদা-সংযুক্ত এই আল-শাবাব সশস্ত্র গোষ্ঠী আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি সরকারকে পতন ঘটাতে হোটেল, চৌরাস্তা এবং চৌকিগুলিতে মিলিটারি ও বেসামরিক লক্ষ্যগুলিতে প্রায়শই বোমাবাজি এবং বন্দুকহামলা চালায়।

ওয়াই এ/এডিবি