ন্যাভিগেশন মেনু

পাবনায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা


পাবনার দোগাছি ইউপি সদস্য ও যুবলীগ নেতা বকুল শেখকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর পাবনা সদর থানায় নিহত বকুলের মা জহুরা খাতুন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, এর আগে শনিবার রাতে নিহত বকুল শেখের পরিবার থানায় লিখিত এজাহার জমা দিয়েছিলেন।

মামলায় দক্ষিণ রাঘবপুর এলাকার মখলেস প্রামাণিককে (৬৪) প্রধান আসামী করা হয়েছে। অপর আসামীরা হলো - রানা, মির্জা,  ডালিম, আদেশ, রুবেল, আল আমিন, মামুন, ডাবলু,  রবিন, স্বপন, পিয়াস, আরজু ও অজ্ঞাত ৫ জন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

গত শুক্রবার সন্ধ্যায় পাবনা শহরের অনন্ত মোড়ের দোগাছি ইউপি সদস্য যুবলীগ নেতা বকুল শেখকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

কে এস/ওয়াই এ/এডিবি