NAVIGATION MENU

সোয়ামাস পর ভারত-বাংলা বাণিজ্য শুরু


দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য শুরু হলো বৃহস্পতিবার।  

পেট্রাপোল সীমান্ত দিয়ে পাঁচটি ট্রাক পণ্য নিয়ে গেল বাংলাদেশের দিকে।  বাংলাদেশ থেকে এলো তিনটি ট্রাক।  তবে,  এই পণ্য  পরিবহনে কোন দেশের ট্রাক  কোনো দেশের মাটি  ছোঁবে না।  মাল খালাস হবে জিরো পয়েন্টে।  

এই ব্যবস্থা গৃহীত হয় গত মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে।  বাংলাদেশ সরকারও এই বিষয়টিতে সবুজ সংকেত দেয়ার পর বৃহস্পতিবার প্রথম পণ্যের  কনসাইনমেন্ট যায় দু দেশে।  প্রথম পর্যায়ে দু দেশে যায় খাদ্যশস্য।  

ভারত এবং বাংলাদেশ উভয় রাষ্ট্রই করোনায় জর্জরিত। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে করোনার বিরুদ্ধে একসঙ্গে  লড়ার আহ্বান জানান।

এস এস/