ন্যাভিগেশন মেনু

সৌদিতে গৃহকর্মী হত্যায় রিক্রুটিং অ্যাজেন্সির মালিক গ্রেপ্তার


সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে যাওয়া কিশোরী উম্মে কুলসুম হত্যায় মানবসম্পদ রপ্তানিকারক প্রতিষ্ঠান এম এইচ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মকবুল হোসেন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর ফকিরাপুলে ওই রিক্রুটিং অ্যাজেন্সির কার্যালয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

প্রায় দেড়বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে উম্মে কুলসুমকে স্থানীয় দালাল রাজ্জাক মিয়ার মাধ্যমে ৩০ হাজার টাকায় এম এইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরব পাঠানো হয়।

সেখানে গিয়ে মোবাইল ফোনে পরিবারকে নির্যাতনের কথা জানিয়েছিল কুলসুম। পরে নির্যাতনের কারণে পরিবার কুলসুমকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও রিক্রুটিং অ্যাজেন্সির অসহযোগিতার কারনে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

জানা যায়, চাকরির কথা বলে সৌদি আরবে পাঠানো হলেও সেখানে গিয়ে এক বাড়িতে গৃহকর্মীর কাজ দেওয়া হয় তাকে। সেখানে নির্মম নির্যাতনের শিকার হয় কুলসুম। সৌদি আরবে গৃহকর্তা ও তার ছেলে মিলে নির্যাতন করে কুলসুমের দুই হাঁটু, কোমর ও পা ভেঙে দেয়। এর কিছুদিন পর একটি চোখ নষ্ট করে রাস্তায় ফেলে দেয় কুলসুমকে। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে গত ৯ আগস্ট সৌদি আরবের একটি হাসপাতালে মারা যায় উম্মে কুলসুম (১৪)। গত ১১ সেপ্টেম্বর রাতে কুলসুমের মরদেহ দেশে আনা হয়।

এডিবি/