ন্যাভিগেশন মেনু

সৌমিত্রের শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার


পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) তার শ্বাসনালিতে অস্ত্রোপচার হয়েছে। নতুন করে তার শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি।

এর আগে মঙ্গলবার চিকিৎসকরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছিলেন।

ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারকে চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, ‘পরবর্তী পদক্ষেপ হিসেবে সৌমিত্রের প্লাজমা থেরাপির চিন্তাভাবনা চলছে। যদি সব ঠিকঠাক থাকে বৃহস্পতিবারই এই থেরাপি করা হতে পারে।’

তিনি আরও জানান, ‘তার শরীরের সব দিক ঠিক রয়েছে। তবে তিনি খুবই দুর্বল। তার চিকিৎসায় কো-মর্বিডিটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকদের কাছে। আর সে কারণেই খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে।’

শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর বিপদ না কাটলেও আপাতত তার শরীরের অবস্থা স্থিতিশীল।

গত ৬ অক্টোবর থেকে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছরের এই প্রখ্যাত অভিনেতা। মাঝে শারীরিক অবস্থার অবনতি হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। গত সপ্তাহে তার করোনাভাইরাস রিপোর্টও নেগেটিভ আসে। নানাভাবে তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে জোরদার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড কাজ করছে।

সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৫৯ সালে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর তিনি সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন। কবি ও আবৃত্তিশিল্পী হিসেবেও তিনি বেশ পরিচিত।

ওয়াই এ/এডিবি