NAVIGATION MENU

সৌমিত্র চট্টোপাধ্যায় অবস্থা সংকটাপন্ন


কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আগের চেয়ে তার শারীরিক অবস্থারও অবনতি ঘটেছে।

রবিবার (২৫ অক্টোবর) হাসপাতাল সূত্রে বিষয়টি জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার। 

রাতে হাসপাতাল থেকে জানানো হয়, সৌমিত্রের শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের কারণে তার পারিপার্শ্বিক অন্যান্য সংক্রমণ শুরু হচ্ছে।

তবে সৌমিত্রের হার্ট ও লিভারসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখনও সচল। কিন্তু রক্তে অণুচক্রিকা কমছে এবং ইউরিয়াও বাড়ছে। বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানানো হয়েছে।

বর্ষীয়ান এই অভিনেতার সেকেন্ডারি ইনফেকশন-এর আভাস পেয়ে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা চিকিৎসকরা ভাবছেন বলেও জানানো হয়।

এর আগে শনিবার অভিনেতার মেডিকেল বোর্ডের প্রধান অরিন্দম কর জানান, অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করলেও অভিনেতার প্লাটিলেটের সংখ্যা নেমে গেছে। একইসঙ্গে রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে।

এই চিকিৎসক বলেন, ‘৭২ ঘণ্টা আগে যেমন ছিল, তার থেকে চেতনা আরও কমে গেছে। তার শারীরিক অবস্থা কোনদিকে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত নই। আমরা বিভিন্ন টেস্টের রিপোর্ট পেয়েছি। তা থেকে আমাদের অনুমান যে কোভিড এনসেফেলোপ্যাথি (মস্তিষ্ক অকার্যকর) বাড়ছে। আবার তিনি চিকিৎসায় সাড়া দেওয়াও বন্ধ করে দিয়েছেন।’

গত ৬ অক্টোবর থেকে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছরের এই প্রখ্যাত অভিনেতা। মাঝে শারীরিক অবস্থার অবনতি হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। গত সপ্তাহে তার করোনাভাইরাস রিপোর্টও নেগেটিভ আসে। নানাভাবে তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে জোরদার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড কাজ করছে।

এস এ/ ও আ