ন্যাভিগেশন মেনু

স্কুলে মেয়েকে দেখতে গিয়ে গুজবে নিহত বাক প্রতিবন্ধী বাবা


এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে নিহত হলেন একজন বাক প্রতিবন্ধী বাবা। বিচ্ছেদ হওয়া স্ত্রীর কাছে থাকা মেয়েকে গোপনে দেখতে গিয়েছিলেন বাক প্রতিবন্ধী সিরাজ। হতভাগ্য সিরাজের সেটাই কাল হলো । মেয়েকে দেখতে গিয়ে হামলার শিকার হন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদও বলেছেন, বাক প্রতিবন্ধী ওই যুবককে ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “যারা এই গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  ইতোমধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।

শনিবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ির সামনে ছেলেধরা সন্দেহে পিটিয়ে সিরাজকে (৩০) হত্যা করে এলাকার লোকজন। রাতে তার স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

রবিবার সিদ্ধিরগঞ্জের সাইলো গেট বটতলায় জানাজার জন্য রাখা সিরাজের লাশের পাশে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার ছোট ভাই আলম। তিনি বলেন, আট মাস আগে অন্য একজনের সঙ্গে সিরাজের স্ত্রী পালিয়ে যান।

এরপর থেকে প্রতিদিন মেয়ের সন্ধানে ছিলেন তিনি। দুই মাস আগে মিজমিজি আলামিন নগর এলাকায় কাজ করতে গিয়ে রাস্তায় মেয়েকে দেখতে পান সিরাজ। সেই থেকে ৩-৪ দিন পরপর সকালে স্কুলে যাওয়ার রাস্তায় মেয়েকে দেখতে যেতেন।

শনিবার নিজের কাছে টাকা না থাকায় একটি মোবাইলের দোকান থেকে ১০০ টাকা ধার করে মেয়ের জন্য বিস্কুট, চিপস ও চুড়ি নিয়ে গিয়েছিলেন তিনি। সিরাজের স্ত্রী তার বর্তমান স্বামীকে দিয়ে ‘মানুষকে ভুল বুঝিয়ে সিরাজকে হত্যা করিয়েছেন’বলে আলমের অভিযোগ।

অভিযোগে বিষয়ে জানতে সিরাজের স্ত্রীর বর্তমান স্বামী আব্দুল মান্নান সোহেলের মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।সিরাজদের গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার মুগিয়া বাজার এলাকায়। চার ভাই ও তিন বোনের মধ্যে বড় তিনি। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন বাক প্রতিব্ন্ধী এই যুবক।

আলম জানান, ১০ বছর আগে তার ভাইয়ের বিয়ে হয়। গ্রামে কাজ না পাওয়ায় ২০১৫ সালে স্ত্রী ও মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জে আসেন সিরাজ।

সিদ্ধিরগঞ্জের সাইলোগেইট এলাকায় মোহর চানের বাড়িতে ভাড়ায় পরিবার নিয়ে বসবাস করতে শুরু করেন। নিজে কখনও রাজমিস্ত্রির সহকারী আবার কখনও দিনমজুর হিসেবে কাজ করতেন। স্ত্রী বাসা বাড়িতে গৃহস্থালি কাজ করতেন।

আট মাস আগে একমাত্র মেয়েকে নিয়ে ভাবি অন্য লোকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরে ভাইয়ের কাছে তালাকনামা পাঠান। ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিন বলেন, বোবা হলেও সিরাজ ইশারায় সব কথা বলতে পারতেন।

আমাদের বুঝতে কষ্ট হলেও সবই বুঝতাম। মোখলেসের মোবাইলের দোকান থেকে টাকা নেওয়ার সময় আমি সামনে ছিলাম। তখন নিজেই হাতের ইশারা বুঝিয়েছে, মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। মেয়েকে দেখতে যাবে তাই অনেক খুশি ছিল সিরাজ।

কিন্তু মানুষ এমন নির্মম ভাবে হত্যা করতে পারল!এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ জানিয়েছেন, শনিবার সকালে দলবেঁধে পিটুনিতে সিরাজ নিহত হওয়ার পাশাপাশি পাশের এলাকায় আরেক তরুণী আহত হন। এই দুই ঘটনায় পৃথক মামলা হয়েছে। দুই মামলায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এসএস