ন্যাভিগেশন মেনু

স্টার সিনেপ্লেক্স খুলছে শুক্রবার


প্রায় সাত মাস বন্ধ থাকার পর শুক্রবার খুলছে সিনেমাপ্রেমীদের জনপ্রিয় স্টার সিনেপ্লেক্স।

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে পুরোদমে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা।

এদিন একসঙ্গে হলিউডের দু’টি আলোচিত ছবি মুক্তি দিচ্ছে তারা। একটি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ অন্যটি ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।

বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির মধ্যেও বিপুলসংখ্যক দর্শক সিনেমা হলে ভিড় করে। আর তাই টিকিট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকিট সংগ্রহ করতে উৎসাহিত করছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

ওয়াই এ/এডিবি