ন্যাভিগেশন মেনু

স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম


সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন মোঃ তৌহিদুল  আলম খান

তিনি ইতিপূর্বে প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ রিস্ক অফিসার ও চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

প্রাইম ব্যাংক ছাড়াও তিনি ইতিপূর্বে ব্যাংক এশিয়ায় হেড অব করপোরেট ও মধুমতি ব্যাংকের উপ-ব্যাস্থাপনা পরিচালক (বিজনেস) হিসাবে কাজ করেছেন। 

উল্লেখ্য, তার নের্তৃত্বে প্রাইম ব্যাংক ২০১৮ ও ২০১৯ সালে এশিয়ায় ’সাস্টেইনেবিলিটি রিপোর্টিং’-এর উপর যথাক্রমে ’গোল্ড’ ও ’প্লাটিনাম’ এওয়ার্ড অর্জন করে।

তৌহিদুল আলম ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসাবে অগ্রণী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বাংলাদেশে দেশীয় ব্যাংক সমূহের মাধ্যমে লীড এরেন্জার হিসাবে সিন্ডিকেশন ফাইন্যান্সিংকে জনপ্রিয় তোলার ক্ষেত্রে তার ভূমিকা সর্বজনস্বীকৃত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে স্নাতকোত্তর সহ তিনি ইনষ্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনষ্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং এন্ড ইনসুরেন্স (আইআইবিআই), যুক্তরাজ্য-এর একজন ফেলো সদস্য এবং বাংলাদেশে প্রথম ’সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং এস্যুরার’ (সিএসআরএ)।

তিনি মালয়েশিয়া হতে প্রকাশিত বিশ্বের ইসলামিক ফাইন্যান্স-এর নেতৃস্থানীয় ম্যাগাজিন ’ইসলামিক ফাইন্যান্স নিউজ’,-এর আন্তর্জাতিক সংবাদ প্রতিনিধি এবং সিঙ্গাপুর হতে প্রকাশিত ’এশিয়ান ব্যাংকিং এন্ড ফিন্যান্স’-এর কন্ট্রিবিউটর।

ইতোমধ্যে, দেশী-বিদেশী বিভিন্ন সংবাদপত্র ও জার্নালে টেকসই উন্নয়ন ও ব্যাংকিং-সহ বিভিন্ন বিষয়ের উপর তার ২৫০টিরও বেশী লেখা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ২০১৮ ও ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ’আন্তর্জাতিক টেকসই উন্নয়ন’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং এ বিষয়ের উপর বক্তব্য উপস্থাপনা করেন। 

এছাড়াও তিনি উক্ত সম্মেলনের পর্যবেক্ষণ ও মূল্যায়ন কমিটির সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্য়ায়ে তৌহিদুল আলম খান প্রবন্ধ প্রতিযোগিতায় ১৩ বার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরষ্কার লাভ করেন।

ওআ/