যুবক বয়সে ভীমরতি ধরেছিল, তাই স্ত্রী থাকা সত্বেও এক কিশোরীর প্রেমে পড়েন। শুধু তাই নয়,কোন ছাড়াই স্ত্রীকে তালাক (বিবাহবিচ্ছেদ ঘটিয়ে) দিয়ে ঘটা করে কিশোরীকে বিয়ে করে ঘরে তোলেন। অবুঝ কিশোরী না বুঝে বিবাহিত যুবকের ডাকে সাড়া দিয়ে বউ সেজে যুবকের ঘরে যান।
এ কাণ্ড জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে কয়েক দিন আগে বিয়ে করে সোহাগ (২২)। কিন্তু কয়েকদিন না যেতেই সোহাগ হাতে বিয়ের মেহেন্দি মুছে যাবার আগেই কিশোরী মোর্শেদাকে হত্যা করে। কিশোরী নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা মধ্যপাড়া গ্রামের রাজমিস্ত্রি সোহাগের বাড়ি থেকে কিশোরী মোর্শেদার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নববধূ মোর্শেদার স্বামী সোহাগ ও তার পরিবারে লোকজন গা-ঢাকা দিয়েছে। স্থানীয়রা জানান, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সোহাগ যমুনা নদীর অপর পাড় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের ইন্দুরমারা চরের ছালেক আকন্দের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মোর্শেদাকে কিছুদিন আগে বিয়ে করে।
মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক জানান, যৌতুকের জন্য নির্যাতন করে মেয়েটিকে হত্যা করা হয়েছে এ মর্মে নিহতের বাবা ছালেক আকন্দ মাদারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এস এস