NAVIGATION MENU

স্ত্রী-পুত্রসহ করোনাক্রান্ত ধর্ম সচিব


স্ত্রী ও বড় ছেলেসহ করোনা আক্রান্ত হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।

রবিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘এক সপ্তাহ আগে সচিবের বড় ছেলে করোনা আক্রান্ত হয়। তাই গত সপ্তাহ থেকেই বাসায় অবস্থান করছিলেন সচিব নুরুল ইসলাম।’

ধর্ম সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের বলেন, ‘কয়েকদিন ধরে করোনার উপসর্গ থাকায় সচিবসহ পরিবারের অন্যন্যদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। পরে শনিবার সচিব সঙ্গে তার স্ত্রীরও করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে সচিবসহ ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সচিব ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, দুজনই স্টেবল আছেন।’

নূরুল ইসলাম-ফিরোজা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

১৯৯১ সালে নবম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরকারি চাকরিতে যোগ দেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বও একসময় পালন করেছেন তিনি।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ধর্ম সচিবের দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম।

১৯৬২ সালের ২৯ সেপ্টেম্বর দিনাজপুরে জন্ম নেওয়া নূরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রংপুর বিভাগ সমিতি, ঢাকা-এর সভাপতির দায়িত্বে আছেন। 

ওয়াই এ/এডিবি