ন্যাভিগেশন মেনু

দুর্ঘটনাকবলিত সেই স্পিডবোটের মালিক গ্রেপ্তার


পদ্মায় বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যুতে দায়ের করা মামলার আসামি সেই স্পিডবোটের মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৯ মে) সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি সময়ে মাওয়ায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর র‌্যাব অভিযান চালিয়ে স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, আজ বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৩ মে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ওয়াই এ/এডিবি/