ন্যাভিগেশন মেনু

স্পেস স্টেশন নির্মাণের ৬ মাসের সফল মিশন শেষে পৃথিবীতে ফিরলেন তিন চীনা নভোচারী


মহাকাশ গবেষণাকে আরও ত্বরান্বিত করতে মহাশূন্যে নিজেদের স্পেস স্টেশন গড়ার উদ্যোগ নেয় চীন। মহাশূন্যে চীনের স্বপ্নের এই বাড়ি করার কারিগর হিসেবে গত বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে শেনচৌ-১৩ মহাকাশযানে চড়ে মহাশূন্যে পাড়ি জমান তিন চীনা নভোচারী চাই চিকাং, ওয়াং ইয়াফিং এবং ইয়ে কুয়াংফু।

মহাকাশে চীনের নিজেদের ঘর নির্মাণের ছয় মাসের সেই মিশন শেষে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন ওই তিন থাইকোনাট। আজ শনিবার সকাল ৯টা ৫৬ মিনিটে চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের তোংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করেন এই তিন চীনা নভোচারী।

নভোচারীদের গ্রহণে সেখানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, চিকিৎসক, উদ্ধারকর্মী, বিজ্ঞানীসহ নানা পেশার বিশেষ দল। এর আগে তিন চীনা থাইকোনাটকে বরণের জন্য একাধিক মহড়া সম্পন্ন করে এই বিশেষ দল।

চীনের স্বপ্নযাত্রার সঙ্গী হয়ে গত ছয়মাস ধরে মহাকাশে নিরলসভাবে কাজ করছেন ওই তিন নভোচারী। ছয় মাসব্যাপী জটিল সব গাণিতিক হিসাব নিকাশের এই কর্মযজ্ঞ সম্পাদনের মাধ্যমে চীনের হয়ে মহাকাশে দীর্ঘদিন অবস্থানের নতুন রেকর্ডও সৃষ্টি করেন তাঁরা।

ছয় মাস মহাকাশে থেকে একাধিকবার স্পেস থেকে শুরু করে জটিল সব যন্ত্রপাতির পরীক্ষা ও ওষুধের কার্যকারিতাসহ নানা পরীক্ষা চালান তারা। তাই এই মিশনকে চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ মিশন হিসেবে ধরা হচ্ছিলো। নভোচারীদের সফল অবতরণের মাধ্যমে এই মিশন সফলভাবে সম্পন্ন হলো। (সূত্র: সিএমজি বাংলা)