ন্যাভিগেশন মেনু

স্বস্তি দিয়ে পশ্চিমবঙ্গে কমলো করোনা হানা


বিধিনিষেধের ফলে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হচ্ছে ঠিকই তবে এতে কিছুটা হলেও বাগে এসেছে মারণ ভারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টাতেও নিম্নমুখী রাজ্যের কোভিড  গ্রাফ। যা খানিকটা স্বস্তি দিচ্ছে আমজনতাকে।

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। একইভাবে অত্যন্ত সামান্য হলেও কমেছে মৃত্যুও। সুস্থতার হার ৯১. ৯৩ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ২,৪৮২ জন উত্তর ২৪ পরগনার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। এদিনও উঃ ২৪ পরগনার দৈনিক সংক্রমণ তিন হাজারের নিচে। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৮৩০ জন।

অর্থাৎ একধাক্কায় অনেকটা কমেছে কলকাতার সংক্রমণ। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৮৯০ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ৮৩৫ জন।

রাজ্যের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা  গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন প্রায় সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৬৬,২৪০।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪২ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। এদিনের মৃতদের মধ্যে ৪৯ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের।

দ্বিতীয় স্থানে কলকাতা । সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় করোনার বলি ৮ জন করে। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫, ৪১০।

একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৮, ৬৪২ জন। তাঁদের মধ্যে ২,০৫২ জন কলকাতার। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১২,৫৫, ৯৩২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১. ৯৩ শতাংশ।

একদিনে কোভিড টেস্ট হয়েছে ৭০, ৩১৫ জনের। উল্লেখ্য, আজ কোভিশিল্ডের প্রায় ২ লক্ষ ৭০ হাজার ডোজ এসেছে রাজ্যে।

এস এস